কুমিল্লার দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যান কর্তৃক হামলাসহ ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় এ মানববন্ধন হয়। পরে উপজেলার ধীতপুর, রামপুর, রায়পুর ও জিংলাতলী গ্রামের মানুষ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন গত দুই বছর যাবত ধীতপুর, রামপুর, রায়পুর ও জিংলাতলী এলাকার সাধারণ মানুষের কৃষি জমি অবৈধভাবে দখল করে মাছের প্রকল্প চালিয়ে আসছে। এতে ক্ষতিগ্রস্তরা তাদের জমি ফেরৎ চাইলে সন্ত্রাসী বাহিনী দ্বারা তাদের উপর হামলা চালায় তিনি। এছাড়া গ্রামের অসহায় কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে বলেও অভিযোগ করেন তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি