জামালপুরে সড়ক দুর্ঘটনায় আইনজীবী ‘আমজাদ হোসেনে’র মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী বাকী বিল্লাহ’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী মঞ্জুর কাদের বাবুল খান, আইনজীবী এইচ আর জাহিদ আনোয়ার সহ অন্যরা। এ সময় বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনেরও ঘোষণা দেন তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি