কুমিল্লার দাউদকান্দিতে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদানের ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে অর্থ বিতরণ করেন স্থানীয় সাংসদ মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া। উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আমান উল্লাহ, মহিলা ভাইস-চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিবসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি