ময়মনসিংহের ভালুকায় পুলিশের সাথে ‘বন্ধুকযুদ্ধে’ ধর্ষণ মামলার প্রধান আসামি ‘সাইফুল ইসলাম’ নিহত হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন জানান, মঙ্গলবার মধ্য রাতে ভালুকার হাতিবেড় গ্রামের একটি রাস্তার পাশে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয় সাইফুল। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১টি শর্টগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি