বগুড়ার শেরপুরে দু’দল সন্ত্রাসীর ‘বন্দুকযুদ্ধে ধনেশ সুকুমার ও আফজাল নামে দুইজন নিহত হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে ভবানীপুর বাজারের পূর্বপাশের ব্রিজে এ ঘটনা ঘটে। পুলিশ জানান, ভবানীপুর বাজারের পাশে গোলাগুলি হচ্ছে এমন সংবাদ পেয়ে শেরপুর থানার টহল পুলিশের একটি দল সেখানে যান। পরে ঘটনাস্থল থেকে ধনেশ ও আফজালকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, পাইপ গান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এছাড়া আফজাল ও ধনেশের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি