১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে গাংনী উপজেলা আওয়ামী লীগ।
বুধবার গাংনী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় ছিলেন মেহেরপুর-২ আসনের সাংসদ মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানাসহ অন্যরা। সভায় বক্তারা জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে নানা কর্মসূচী নিয়ে আলোচনা করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি