গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে সুইস রেড ক্রস ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যৌথ উদ্যোগে গাইবান্ধা রেডক্রিসেন্ট ইউনিট ৫শ পরিবারকে নগদ ৪ হাজার ৫শ টাকাসহ সবজি বীজ বিতরণ করা হয়। এ সময় গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান রহমান সরকার আতা,ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি