২১ আগস্টের মাস্টার মাইন্ড তারেক জিয়াকে দেশে ফিরেয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী যুবলীগ।
গতকাল নগরীর দারুল ফজলের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত সভায় এ আহ্বান জানান তারা। মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, হাসান মুরাদ বিপ্লবসহ আরো অনেকে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি