আখাউড়া স্থলবন্দরে যাত্রীসংখ্যা বৃদ্ধি পেলেও সে তুলনায় বাড়েনি যাত্রীসেবা। যাত্রীদের কেউ দাঁড়িয়ে আবার কেউ মোটর সাইকেলে বা সিঁড়িতে বসেই সারছেন ইমিগ্র্রেশনের কাজ। এতে বাড়ছে ভ্রমণকারীদের দুর্ভোগ। তবে, সমন্বিত সেবা প্রদানের উদ্দেশ্যে একই ছাতার নিচে সকল কার্যক্রম গ্রহণ করার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান বন্দর কর্মকর্তারা।
https://youtu.be/drweh5B-EHg
নিউজ ডেস্ক/ বিজয় টিভি