শেরপুরে সমসাময়িক বিভিন্ন কারনে জনসম্পৃক্ততা বাড়াতে জনপ্রতিনিধি, গুণীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার শেরপুর পুলিশ লাইন্স মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় রোহিঙ্গা সংকট ও আসামের নাগরিকপঞ্জি, গ্যাং কালচার, মাদক, জঙ্গিবাদ, ইভটিজিংসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, পৌর মেয়র, ৫২ ইউনিয়নের চেয়ারম্যানসহ কয়েকটি সরকারি বিভাগের কর্মকর্তা অংশগ্রহণ করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি