বগুড়ায় সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী যুবসমাবেশ হয়েছে।
বুধবার সকালে বগুড়া জেলা পুলিশ এবং ইউএনএফপি’র যৌথ উদ্যোগে সমাজে সচেতনতা বৃদ্ধিতে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে লিঙ্গ বৈষম্য দূরীকরণ, বাল্যবিবাহ বন্ধে করণীয়সহ সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কিভাবে কাজ করার বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় জেলা প্রশাসক ফয়েজ আহমদ, সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি