ডেঙ্গু প্রতিরোধে সরকারের কোনো অবহেলা নেই, ডেঙ্গু প্রতিরোধে সরকার সর্বদা চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
রবিবার সকালে কুষ্টিয়া আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার চেষ্টা চালালেও মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে। তাই সবাইকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. নুরুন নাহার বেগম, কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. রওশানারা বেগমসহ অন্যরা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জন রোগী ভর্তি হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি