কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পালইকান্দা গ্রামের কৃষক মানিক হত্যা মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সকালে কিশোরগঞ্জের ১ নম্বর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। এ মামলার অপর ১৩ জন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, পালইকান্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১১ সালের ৬ আগস্ট আব্দুল হেকিমের লোকজনের হামলায় কৃষক মানিক মিয়া নিহত হয়। পরে নিহতের ভাই খাইরুল ইসলাম বাদী হয়ে ২৭ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি