অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা ও দক্ষ টেকনিশিয়ান না থাকায় মেহেরপুরের গাংনী সনো ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানাসহ সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার সুখময় সরকার এ আদেশ দেন। তারা জানান, গাংনী সনো ডায়াগনস্টিক সেন্টারের সত্ত্বাধিকারী মনিরুজ্জামান বিজয় ও হাফিজুর রহমান অনুমোদন ছাড়াই অবৈধভাবে ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম চালিয়ে আসছিলেন। তাছাড়া ডায়াগনস্টিক সেন্টারে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান নেই।
রোগীদের কাছ থেকে নেয়া রক্ত ও কফের নমুনা সংরক্ষণ করছিলেন যা বাংলাদেশ মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরিস অধ্যাদেশ ১৯৮২-এর ৮ ও ৯ ধারার পরিপন্থী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি