মেহেরপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সকালে এ সপ্তাহের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন। এসময় থানা রোডে এস.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯০ জন শিশুকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমানসহ আরো অনেকে। আগামী সাত দিনে জেলার ৫ থেকে ১৬ বছর বয়সী ১ লাখ ৫২ হাজার ৪৫০ শিশুকে মেবেন্ডাজল ৫০০ মিলিগ্রাম ট্যাবলেট খাওয়ানো হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি