ঝালকাঠিতে দুর্গাপূজা উপলক্ষ্যে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক সচেতনতায় অভিযান চালিয়েছে জেলা পুলিশ।
বুধবার সকালে জেলার গাবখান ব্রীজ এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন চেক করা হয়। এসময় চালকদের বৈধ কাগজপত্র থাকায় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্ঘটনা প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে এ অভিযান চালানো হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি