লক্ষ্মীপুরে বাঁশের সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে মাহি আক্তার নামে প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
গতকাল (বুধবার) হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর গ্রাম সংলগ্ন রহমতখালী খাল থেকে ছাত্রীর মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানায়, সকালে নানার বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার জন্য রওনা দেন মাহি। এ সময় সে এলাকার ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোটি পার হাওয়ার সময় খালে পড়ে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ডুবুরি দল না থাকায় তৎক্ষনাত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বিকালে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ছাত্রীর মরদেহটি উদ্ধার করে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি