রাজবাড়ীতে পদ্মা নদীর ভয়াল থাবায় প্রতিনিয়ত ভিটে-মাটি হারাচ্ছে মানুষ। খোলা আকাশের নীচে বসবাস করছে শত শত পরিবার।
রবিবার সকালে নতুন করে দৌলতদিয়া ইউনিয়নের নতুন পাড়া এলাকায় নদী গর্ভে বিলীন হয়েছে বেশকয়েকটি বসতঘর। স্থানীয়রা জানান, সরকার থেকে বার বার আশ্বাস দেয়া হলেও হয়নি নদী শাসন। এখন ভিটেমাটি হারিয়ে, কোনো মতে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন তারা।
এখনই ব্যবস্থা গ্রহণ না করলে মানচিত্র থেকে হারিয়ে যাবে দৌলতদিয়া ও দেবোগ্রাম ইউনিয়ন দুটি। গত এক সপ্তাহের নদী ভাঙ্গনে দৌলতদিয়া ইউনিয়নের ১ নম্বর মজিদ ব্যপারীর পাড়া, সিদ্দিক কাজীর পাড়া ও নতুন পাড়া এবং দেবোগ্রাম ইউনিয়নের কাওয়ালজানি গ্রামের অন্তত এক হাজার পরিবার হারিয়েছে ভিটেমাটি। নদীগর্ভে বিলিন হয়েছে শত শত বিঘা ফসলী জমি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি