আন্তজার্তিক প্রতিষ্ঠান গ্লোবাল এলায়েন্স অব ভ্যাকসিন এন্ড ইমিউনাইজেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে “ভ্যাকসিন হিরো”উপাধিতে ভূষিত হওয়ায় দিনাজপুরে আনন্দ র্যালী হয়েছে।
গতকাল বিকেলে দিনাজপুর সিভিল সার্জন অফিস থেকে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন ও হেলথ ইন্সপেক্টর এসোসিয়েশনের যৌথ উদ্যোগে র্যালির আয়োজন করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় র্যালীতে দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুসসহ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন দিনাজপুরের সভাপতি মো : আবুল খায়ের নাসিদ, সাধারন সম্পাদক স্বপন কুমার রায়সহ অন্যান্যরা অংশ নেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি