লক্ষীপুরে সিঁধ কেটে চুরির সময় গৃহকর্তাকে ছুরিকাঘাতের পর উৎসুক জনতার গণপিটুনিতে নজরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার ভোররাতে রামগঞ্জ উপজেলার জগৎপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমানের ঘরে সিঁধ কেটে চুরি করছিল নজরুল। এ সময় তাকে হাতে নাতে ধরে গৃহকর্তা মোস্তাফিজুর। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে নজরুল। তার চিৎকার শুনে আশে পাশের উৎসুক জনতা এসে নজরুলকে গণপিটুনি দেয়। এতে গুরুত্বর আহত হয় সে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ও গৃহকর্তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সকালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল মারা যায়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি