প্রতিপক্ষকে ফাঁসাতে সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিনকে হত্যার প্রতিবাদে এবং যথাযত তদন্তের মাধ্যমে খুনীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি হয়েছে।
সকালে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে কালের কণ্ঠ শুভসংঘ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবী, শিক্ষক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন অংশ নেন। এ সময় বক্তারা দিরাইয়ে ইতোপূর্বে প্রতিপক্ষকে ফাঁসানোর যতগুলো হত্যাকান্ড ঘটেছে সবগুলোর ঘটনার পুনঃতদন্তেরও দাবি জানান। সেই সাথে এ মামলায় দ্রুত দোষীদের গ্রেফতারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুসহ অন্যরা অংশ নেন।
নিউজ ডেস্ক /বিজয় টিভি