বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বাঙালি জাতিকে একটি সুন্দর ও উন্নত দেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার উজানচর কেএন উচ্চ বিদ্যালয় মাঠে বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি