দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় ইসরাত জাহান মিম নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সকালে বিরামপুরের টিএনটি নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোকলেছার রহমান, দশম শ্রেণির ছাত্রী মিমকে নিয়ে মটরসাইকেল যোগে উপজেলায় একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য রওনা হন। পথিমধ্যে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মিমের মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়িটি ভাংচুর শুরু করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি