সুনামগঞ্জ শহরের ওয়েজখালীস্থ বিসিক শিল্প নগরী পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল হালিম।
আজ (শনিবারে) দুপুরে শিল্প নগরী পরিদর্শন শেষে তিনি বলেন, দেশের অনুন্নত এলাকাগুলোতে ফুড ভ্যালু চিফ স্থাপনের জন্য শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে জাপানের দাতাসংস্থা জাইকার আলোচনা চলছে।
শিল্প নগরী পরিদর্শনের আগে তিনি স্থানীয় প্রশাসন, বিসিক কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাশেদ জালাল চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. এমরান হোসেন, চট্টগ্রাম বিসিকের আঞ্চলিক পরিচালক বকুল চন্দ্র নাথসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি