জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার ছিলো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। সেই লক্ষে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ (শনিবার) দুপুরে খুলনা বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি জেলা তাদের নতুন নতুন উদ্ভাবনী মেলায় উপস্থাপন করছে। এ ধরণের নতুন উদ্ভাবনী শক্তির মাধ্যমেই আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ।
এ সময় উপস্থিত ছিলেন, খুলান বিভাগীয় কমিশনার ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. হুমায়ন কবীরসহ অন্যরা। ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি