বরগুনার আমতলী মহাসড়কে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন।
আজ (শনিবার) সকালে আমতলী মহাসড়কের এ কে স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পটুয়াখালী থেকে আগত একটি লোকাল বাস স্কুলের সামনে দাড়িয়ে থাকা অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় ঘাতক বাসটি পুলিশ জব্দ করলেও এর চালক ও হেলপার পলাতক রয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি