দিনাজপুরে চাঞ্চল্যকর শিশু পরশ হত্যা মামলায় ৫ আসামির ফাঁসি এবং কুষ্টিয়ায় অস্ত্র মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ (বুধবার) বিকেলে, দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ শিশু পরশ হত্যা মামলায় ৫ আসামীকে ফাঁসির আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো: জিল্লুর রহমান, মো:মামুন রশিদ মামুন, ফিরোজ কবির, হুমায়ুন কবির সাগর ও বুলেট।
এদিকে, অস্ত্র মামলায় মোহাম্মদ শিপন ও রফিকুল আলম বাদশা নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন কুষ্টিয়ার স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক অরূপ কুমার গোস্বামী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি