শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে প্রতিটি ক্ষেত্রে কাজ করছে। যার কারণে নারীরা এখন স্বাধীনভাবে সব পেশায় কাজ করতে পারছেন।
আজ (শুক্রবার) দুপুরে চাঁদপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আট দিনব্যাপী ‘উদ্যমী নারী এসএমই মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার ব্যাংকগুলোর কাছে সুনির্দিষ্ট করে নারী উদ্যোক্তাদের জন্য টাকা দিয়েছে। কিন্তু এ টাকা নেয়ার সুযোগ অনেক ক্ষেত্রেই তারা পান না।
এ সময় তিনি নারীদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান ও চাঁদপুর চেম্বারের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিমসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি