অবশেষে তিনদিন পর বন্ধ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবার বায়েক ইউনিয়নের শেরে-বাংলা উচ্চ বিদ্যালয়ের নলকূপের গর্ত থেকে অবিরাম গ্যাস-পানি ও বালু নির্গমন।
গতকাল রাত থেকে নলকূপটি থেকে গ্যাস-পানি ও বালু ওঠা কমে আসে। পরে ভোরে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আল-মামুন ভূঁইয়া জানান, তিনদিন ধরে নলকূপ থেকে গ্যাস-পানি ও বালি ওঠায় বিদ্যালয়ের মূল ভবনসহ সীমানা প্রাচীরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
এগুলো মেরামতের জন্য চেষ্টা চলছে। কাল থেকে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি