সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতির জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, তদন্তে সময় লাগলেও পুলিশ যে ব্যর্থ, এটা বলা ঠিক না।
আজ (বুধবার) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্স, জেলা পুলিশের ব্যারাক ভবন, গৌরনদী সার্কেল অফিস ও আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের মামলায় তদন্ত কর্মকর্তা বা সংস্থা পরিবর্তনের বিষয়টি আদালতের। তাদের পরিবার আদালতে আবেদন করতে পারেন। আদালত চাইলে অবশ্যই তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি