বরগুনার পাথরঘাটা উপজেলার আমতলা গ্রামে স্ত্রী হামিদাকে হত্যার দায়ে স্বামী বাচ্চুকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ (বুধবার) সকালে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এএইচএম ইসমাইল হোসেন এ রায় দেন।
এ সময় আসামি বাচ্চু আদালতে উপস্থিত ছিলেন। ২০০৮ সালের ২৭ আগস্ট রাতে স্ত্রী হামিদকে মাথায় আঘাত করে হত্যার পর বাড়ির পাশে খালের পাড়ে মরদেহ মাটি চাপা দিয়ে রাখেন বাচ্চু।
এ ঘটনায় নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে পাথরঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ শুনানি ও সকল প্রকার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি