ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় আশুগঞ্জ ইউরিয়া সার কারখানা এখন আর হচ্ছে না বলে জানিয়েছেন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
আজ (বৃহস্পতিবার) দুপুরে আশুগঞ্জ সার কারখানা পরিদর্শনের পর এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, নরসিংদীর পলাশে বছরে ১০ লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নতুন একটি কারখানা হচ্ছে। যার কারণে নতুন আর কোনো সার কারখানা করার পরিকল্পনা এ মুহূর্তে সরকারের নেই।
এ সময় কর্মকর্তা ও কর্মচারীদের হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, কৃষক যাতে সময়মত সার পায় সেজন্য সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি