স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বর্ষা আসলে এডিস মশা ও ডেঙ্গুর সমস্যা দেখা দিতে পারে। তাই সকলকে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কারণ সম্মিলিতভাবে কাজ করলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।
আজ (শনিবার) সকালে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
কলেজের অধ্যক্ষ বাবুল চন্দ্র শিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়েরসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি