সুবিধাভোগীদের আওয়ামী লীগে দরকার নেই উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ত্যাগীদের নিয়ে নতুন করে দলকে ঢেলে সাজাতে হবে। পকেটের লোক দিয়ে কমিটি করলে আওয়ামী লীগ সুবিধাভোগীদের হাতে চলে যাবে।
আজ (রোববার) দুপুরে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। দেশকে নিয়ে চক্রান্ত হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দুর্নীতিতে বিএনপি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন।
তাই দেশের মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। পরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে পুনরায় এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক হিসেবে ডাবলু সরকারকে মনোনীত করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি