‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ প্রতিপাদ্যে দেশব্যাপী পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
২০১৯ সালে ১লা মার্চ প্রথমবারের মতো জাতীয় ভোটার দিবস পালন করা হলেও এ বছর পহেলা মার্চের পরিবর্তে ২রা মার্চ জাতীয় ভোটার দিবস ঘোষণা করে সরকার।
এদিকে, দিবসটি উপলক্ষে সকালে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা নির্বাচন অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
পরে স্থানীয় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ীতেও দিবসটি উপলক্ষে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া, সুনামগঞ্জে দিবসটি উদযাপনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ভোটারদের অধিকার নিশ্চিত করতে সরকার নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি