মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না বলে জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
আজ (বুধবার) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করে দেয়া হবে আর ভূমিহীনদের জন্য বরাদ্দ দেয়া হবে ভূমি ও ঘর। এ সময় সাভার উপজেলা
পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টভি