কুষ্টিয়ার কুমারখালীতে প্রধান শিক্ষক মুন্সী রবিউল ইসলামকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ (বৃহস্পতিবার) সকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী আসামীদের উপস্থিতিতে এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, মুন্সী রবিউল ইসলাম প্রধান শিক্ষক হওয়ার পাশাপাশি দয়রামপুর এম এম আর ব্রিকস ইটভাটা দেখাশোনা করত। ইট ভাটার দায়িত্ব থেকে বিরত থাকতে তাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করতো আসামীরা।
এরই প্রেক্ষিতে ২০১৫ সালের ২৪ জানুয়ারি রবিউলকে গুলি করে হত্যা করে আসামিরা। পরে তার মা বাদী হয়ে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে আজ এ রায় প্রদান করেন আদালত।
নিউজ ডেস্ক/বিজয় টিভি