আগামীকাল অনুষ্ঠিত হবে গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি।
নির্বাচনে যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। উপনির্বাচনে এ আসনে আওয়ামী লীগ, ২০ দলীয় জোট, জাতীয় পার্টি এবং জাসদের একজনসহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার ১৩২টি কেন্দ্রে মোট ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি