প্রতিবছরের ন্যায় এ বছরও কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহে ঈদের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন, জেলা প্রশাসক সারোয়ার মুর্শেদ চৌধুরী।
সকালে তিনি বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ্য নির্দেশনা অনুযায়ী এ বছর কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহসহ জেলার সকল খোলা মাঠে ঈদের জামাত বন্ধ থাকবে।
২০১৬ সালে জঙ্গি হামলার পর পুলিশি নিরাপত্তায় স্বল্প পরিসরে ঈদ জামাত হয়েছিলো শোলাকিয়ায়। ১৮০৪ সালে শুরুর পর এবারই প্রথম ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদ জামাত হচ্ছে না।
নিউজ ডেস্ক/বিজয় টিভি