সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়িয়ে দিয়ে ঈদের আগে সারাদেশে যাত্রীবাহী সব পরিবহন চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ খবরে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে পদ্মাপাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ছয় শতাধিক গাড়ি। ঢাকা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ফিরছেন, তাই অত্যাধিক চাপে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে শিমুলিয়া ঘাট।
অন্যান্য কয়েকদিনের তুলনায় আজ যাত্রী ও গাড়ির চাপ ছিল অনেক বেশি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ফয়সাল জানান, এখনও ঘাটে কমপক্ষে ৬ শতাধিক গাড়ি ফেরি পারের অপেক্ষায় আছে যার বেশিরভাগ ছোট গাড়ি।
ঘাটের পার্কিং স্থানে জায়গা সংকুলান না হওয়ায় যানবাহন মহাসড়কে অপেক্ষা করছে বলে তিনি জানান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি