মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের করোনা শনাক্ত হয়েছে। বিকেলে পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।
মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৪ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিপসমে পাঠানো হয়। বর্তমানে তিনি সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। তার শরীরে এখনও কোন উপসর্গ পরিলক্ষিত হয়নি।
এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস সোয়েবের করোনা পজিটিভ আসে। তার সাথে মিটিং করার কারণেই জেলা প্রশাসনের সকল কর্মকর্তাসহ ২৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
নিউজ ডেস্ক/বিজয় টিভি