ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ঝালকাঠির কাঠালিয়া লঞ্চঘাটে যাতায়াতের রাস্তাটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত ও নির্মাণ করেছেন এলাকাবাসী।
আজ (সোমবার) সকালে বিভিন্ন শ্রেণি পেশার অর্ধশতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যাত্রীদের লঞ্চে ওঠানামার বিষখালী নদী তীরের একমাত্র রাস্তাটি নির্মাণ ও মেরামতের কাজ শুরু করেন।
রাস্তাটি নির্মাণের ফলে যাত্রীদের লঞ্চে ওঠানামার ক্ষেত্রে দুর্ভোগ লাঘব হবে বলে স্থানীয়রা জানান। রাস্তাটি নির্মাণ কাজে অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু, বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ, জেলা পরিষদ সদস্য মোঃ সাখাওয়াত হোসেন অপু, ও লঞ্চঘাট ইজারাদার মোঃ তুহিন সিকদারসহ অনেকেই।
নিউজ ডেস্ক/বিজয় টিভি