ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক নৈশপ্রহরীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে আবদুর জালালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় কাস্টি নদীতে নৌকায় রাখা পাট পাহারা দিতেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, শুক্রবার মধ্যরাতে দুর্বৃত্তরা জালালকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে পূর্বপরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে।
এদিকে শুক্রবার সরাইলে নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের পাস থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্বার করে। এছাড়া শাহবাজপুর কুমারপাড়া এলাকার তিতাস নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্বার করে। এনিয়ে গত ২৪ঘন্টায় জেলায় ৩টিখুনের ঘটনা ঘটে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি