করোনা দুর্যোগে বন্ধ থাকার পর কিশোরগঞ্জ থেকে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে।
দ্বিতীয় দফায় চালু হওয়া ঢাকা-কিশোরগঞ্জ এর তিনটি ট্রেনের মধ্যে একমাত্র কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলাচল শুরু করেছে। কঠোর স্বাস্থ্যবিধির মধ্যে চালু হওয়া ট্রেনটির নরসিংদী ও এয়ারপোর্ট স্টপেজ বাতিল করা হয়। বুধবার (৩ জুন) বিকেল চারটায় কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে ঢাকার উদ্দ্যেশে ট্রেনটি ছেড়ে যায়।
থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা মেপে যাত্রীদেরকে ট্রেনে তোলা হয়। এর আগে স্বেচ্ছাসেবীরা ট্রেনে জীবানুনাশক ওষুধ ছিটায়।
কিশোরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার জয়নাল মিয়া জানান, নতুন আসা আন্তঃনগর এ ট্রেনটি প্রতিদিন বিকেল চারটায় কিশোরগঞ্জ রেলস্টেশন হতে ছেড়ে গিয়ে রাত ৮টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছাবে। আপাতত একটি ট্রেনেই চলবে। ১৫ জুনের পর হয়তো আরো নতুন ট্রেন চলাচল করার সিদ্ধান্ত আসতে পারে বলে তিনি জানান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি