ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ঝালকাঠির কাঠালিয়ায় গৃহহীন পরিবারের জন্য বসতঘর নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ঝালকাঠির কাঠালিয়ায় গৃহহীন পরিবারের জন্য বসতঘর নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশন ২২ ইঞ্জিনিয়ার ব্যটালিয়নের সেনাসদস্যরা এ ঘরগুলো নির্মাণের কাজ করছেন।
ইতোমধ্যে উপজেলার দক্ষিণ আউরা গ্রামের গাছ পড়ে বিধ্বস্ত হওয়া মহিউদ্দিন খান, হৃদয় দাস ও নির্মল মিস্ত্রির ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। বাকিগুলো নির্মাণ হলে আনুষ্ঠানিকভাবে ওই সকল গৃহহীন পরিবারকে বুঝিয়া দেয়া হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি