ইভটিজিং-এর মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী চার পরিবারের সদস্যরা।
আজ (রোববার) দুপুরে গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের লাহুরী গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মোঃ রুহুল আমীন। তিনি জানান, জমি নিয়ে বিরোধে গত ২২ মে তরগাঁও ইউনিয়নের লাহুরী গ্রামের চার পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষরা।
এ ঘটনায় মোঃ রুহুল আমীন বাদী হয়ে একটি মামলা করেন। পরের দিন প্রতিপক্ষের হাসিনা বেগম বাদী হয়ে তাদের বিরুদ্ধে পাল্টা মামলা করেন। এমতাবস্থায় প্রতিপক্ষরা বাড়তি সুবিধা নিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে তাদের বিরুদ্ধে ইভটিজিং-এর মিথ্যা অভিযোগ করেন। এ বিষয়ে তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি