ম্যাজিস্ট্রেট ছাড়াই চলছে চট্টগ্রামের বিআরটিএর কার্যালয়। নিয়ম অনুযায়ী ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করার কথা থাকলেও একজন ম্যাজিস্ট্রেটও নেই এখানে।
ফলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে পারছে না সংস্থাটি।বিষয়টি স্বীকার করে বিআরটিএর চট্টগ্রাম বিভাগীয় অফিসের সহকারী পরিচালক মো.সফিকুল ইসলাম জানান,ম্যাজিস্ট্রেট না থাকায় বিভিন্ন অভিযান পরিচালনায় বেগ পেতে হচ্ছে তাদের।
তবে, উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ঈদের পরেই সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি