মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাদকদ্রব্য ধ্বংস ও মাদক বিরোধী সচেতনতামুলক সভা। অনুষ্ঠানে প্রায় ৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
সোমবার দুপুরে শ্রীমঙ্গলের মহসীন মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জাহিদ হোসেন।
বক্তব্য রাখেন ৪৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর খালেদ হায়দার, মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট মীর মো. মাহবুবুর রহমান, মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, হবিগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ চৌধুরী, মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তা সুবোধ কুমার দে।
সভা শেষে শ্রীমঙ্গল পৌরসভা প্রাঙ্গনে বিভিন্ন সময় বিজিবি কর্তৃক জব্দ প্রায় ৪ কোটি টাকা মুল্যের দেশী বিদেশেী বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি