করোনাভাইরাস সংক্রমণ রোধে মাদারীপুরে চলমান লকডাউন মানছেন না এলাকাবাসী। অকারণে রাস্তাঘাটে ঘোরাঘুরিসহ পাড়া-মহল্লায় চলছে আড্ডাবাজি। সামাজিক দুরত্বটুকুও মানছেন না কেউ।
তবে, লকডাউন বাস্তবায়নে পুলিশ রয়েছে কঠোর অবস্থানে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, করোনা ভাইরাসের ঝুঁকি কমাতে ভোর থেকে পুরো জেলায় লকডাউন শুরু হয়েছে। জেলা পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও জরিমানা আদায় করা হচ্ছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি