নিখোঁজের তিনদিন পর মুন্সীগঞ্জে ব্যাটারিচালিত মিশুক চালক মো. তুহিন বেপারির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (শুক্রবার) দুপুরে, বাংলাবাজার ইউনিয়নের ভোতারচর এলাকার মেঘনার শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মালিক, প্রকৃত চালক ও মালিকের ভাতিজা অপর গ্যারেজ মালিকসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি